কালাইয়ে নানা আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ পালিত

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ” ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস সপ্তাহ ২০২৪ পালিত হয়।
আজ বুধবার(৩১জুলাই) সকাল ১০টায় এ
উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করণ ও
একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী অফিসার  (অঃদঃ)মোঃ ইফতেকার রহমানের সভাপতিত্বে ও উপজেলার মৎস সহকারী কর্মকর্তা আনোয়ার আলীর পরিচালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান (মিলন),উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদা মোহতামিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা(কাজল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের মহিলা  ভাইস চেয়ারম্যান মেরী খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সল নাহিদ পবিত্র,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাসান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান,কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) ওয়াসিম আল বারী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মনীশ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর  আলী, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন সহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের প্রাঙ্গণে পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.