কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের  কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল১০টা এ উপলক্ষে সারাদেশের ন্যায় কালাই উপজেলার প্রশাসনের উদ্যোগে একটি  র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্যে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই  উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যারা,কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফয়সল নাহিদ পবিত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা,মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু মুনিশ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী, কালাই উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোখলেছার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল হাসান,   উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম হামিদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা আনোয়ার আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হাবিবুর রহমান শিবলী, কালাই মহিলা  সহকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণেরা উপস্থিত ছিলেন ।এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

Leave a Reply

Your email address will not be published.