কালাইয়ে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “মাদককে রোখবো, সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে এক সেমিলার অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার(১২মার্চ)বেলা ১২টার দিকে কালাই উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা।  সেমিনারে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সেমিনারে মূল বক্তব্য প্রদানে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি ক্যান্সার, এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফয়সাল নাহিদ পবিত্র, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কমকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.