কালাইয়ে হাতিয়র কামিল মাদ্রাসার বই বিতরণ উৎসব পালিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, চলো সবাই স্কুলে যাই, বিনামূল্যে বই পাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে কালাই উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার ১ লা জানুয়ারি-২০২৪ সোমবার সকাল ১১ টায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ উৎসব পালিত হয়। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে মাদ্রাসার  শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন , আগে আমাদের বড় ভাই ও বোনেরা বই ক্রয় করে পড়াশোনা করতেন। অনেকেই বই দেরি করে কিনতেন, এমনকি অনেকে কিনতেও পারতেন না। এতে পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে বিনামূল্যে বই দেওয়াতে আমরা সকলে সুন্দরভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারছি।এতে পড়াশোনায় অনেক মান্নোয়ন হয়েছে। নতুন বই হাতে পাওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার  শিক্ষার্থীরা। অভিভাবকরা বলেন , বিনামূল্যে নতুন বই হাতে পাওয়াতে আমাদের ছেলে মেয়েদের মনে অনেক আনন্দ এসেছে। অনেক সময় আমরা অর্থের অভাবে ছেলে মেয়েদের সময় মতো বই কিনে দিতে পারি না। সরকার বিনামূল্যে বই দেওয়াতে আমাদের অর্থের অনেক সাশ্রয় হয়েছে।হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, আজকে ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনে বই বিতরণ উৎসব পালিত হলো। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মহা খুশি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে তোমরা নিয়মিত মাদ্রাসার  ক্লাসে উপস্থিত হইবে, নতুন কারিকুলামে বইগুলো ভালোভাবে দেখবে এবং পড়বে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়মিত মাদ্রাসায়  পাঠাবেন। মাদ্রাসার শিক্ষকদের সাথে খোঁজখবর রাখবেন। কারণ নতুন কারিকুলামে পাঠদান বাস্তবায়িত হচ্ছে। সরকারের এটি সবচাইতে ফলপ্রসু কাজ হবে বলে আমি বিশ্বাস করি। বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন যারা , অত্র মাদ্রাসার আরবী প্রভাষক ওমর ফারুক, সহকারী অধ্যাপক (বাংলা) মেশবাহ আহমেদ,   সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম,ও অভিভাবক সহ মাদ্রাসার সকল সহকারী শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও অভিভাবক বৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.