কালাইয়ে ১০০ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ

মো: মোকাররম হোসাইন, কালাই, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় মহিলা সংস্থা’র কালাই উপজেলার কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সাংসদ সদস্য  ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এই অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি,  স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস রত্না রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান , উপজেলার সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জ্যোতি কৃষ্ণ রায়, ইন্টেরিয়র ডিজাইন এ- ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রশিক্ষক শাহরিয়া, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক তামান্না সুলতানা, বিউটিফিকেশন প্রশিক্ষক নাজনীন, ক্যাটারিং প্রশিক্ষক শারমিন আক্তার, বিজনেজ ম্যানেজম্যান্ট এ- ই-কর্মাস প্রশিক্ষক মোছা.মাহবুবা আক্তারসহ উপজেলার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ওই কর্মশালায় প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সাংসদ ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, নারীরা সব সময়ই আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সংস্কার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রথম সারিতে থেকেছেন। নারীরা  যেকোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছে এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছেন। পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১শ জনের মাঝে এক এক করে চেক বিতরণ করেন অতিথিরা । এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.