মো:মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি। এ সময় ৪ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর ) দুপুরে উপজেলার পাঁচশিরা বাজারে ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকসেদুল আমিন এর সহযোগিতায় অভিযান এ পরিচালনা করেন।মেয়াদউত্তীর্ণ ঔষধ, ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত নয় এমন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে তাদের জরিমানা করা হয়।
মোকসেদুল আমিন বলেন, ঔষধের অনিয়ম রোধে কালাই উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরোসনে মাঠ পর্যায়ে ফার্মেসী পরিদর্শন জোরদারের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে। জান্নাত আরা তিথি বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সাথে থেকে সহযোগিতা করেন কালাই থানা পুলিশের একটি দল।