মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : সোমবার (২৭ জানুয়ারি) নওগাঁর মহাদেবপুরে কুঞ্জবন টিবিএম মহিলা কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ওই কলেজের অধ্যক্ষক ( ভারপ্রাপ্ত) মো. জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক শাখাওয়াত হোসেন।
সামাজিক নৈতিক অবক্ষয়ের নেতিবাচক দিকগুলো তুলে ধরে পড়াশোনায় মনোনিবেশ করে প্রতিষ্ঠিত হবার জন্য শিক্ষার্থীদের আহবান প্রধান অতিথি মো. আরিফুজ্জামান । তিনি শ্রেষ্ঠ শিক্ষার্থী, সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।