কুড়িগ্রাম জেলা পরিষদে সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২০.০৮.২৩
কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে জেলায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০আগস্ট) সকালে জেলা পরিষদ মিলনায়তনে পনের দিনের সেলাই প্রশিক্ষণর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যন (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।

অনুষ্ঠানে জেলা পষিদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মোঃ ফরিদুল ইসলাম’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,আওয়মীলীগ নেতা সাঈদ হাসান লোবান,অলক সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ,জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল ও প্রশিক্ষক ফাল্গুনী তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য শিউলী বেগম,আরমিন নাহার,মহিলা আওয়ামী লীগের কোহিনুর বেগম,জেলা পরিষদের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
উল্লেখ্য, সেলাই প্রশিক্ষণে মোট ৪৩ জন মহিলা ২০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন প্রশিক্ষণ শেষে তাদেরকে কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published.