কুষ্টিয়ার গর্ব মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের অহংকার

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কুষ্টিয়া: বাংলা সাহিত্যের অহংকার কালজয়ী পুরুষ মীর মোশাররফ হোসেনের ১৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
তিনি বলেন মীর মোশাররফ হোসেন কুষ্টিয়ার গর্ব বাংলা সাহিত্যের অহংকার।

এই কালজয়ী সাহিত্যিক লিখনের মাধ্যমে একদিকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন অন্যদিকে এই মাটি ও মানুষকে করেছেন গর্বিত।

সভা সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার। বক্তব্য রাখেন সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম। কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম।

উল্লেখ্য ১৮৪৭ সালে ১৩ ই নভেম্বর কুমারখালী লাহিনিপাড়া গ্রামের জন্মগ্রহণ করেন এই কালজয়ী পুরুষ। ১৯১২ সালের উনিশে ডিসেম্বর জীবন প্রদীপ নিভে যায়
বিষাদ সিন্ধু খ্যাতি এই বিখ্যাত সাহিত্যিকের।

Leave a Reply

Your email address will not be published.