কৃষকরা কুল চাষে আগ্রহী

মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার, কুষ্টিয়া : সুস্বাদু কুল এমন একটি ফল যা প্রায় সবাই খেতে পছন্দ করেন।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বেশ কিছু অঞ্চলে এই সুস্বাদু কুল চাষে এলাকাবাসীর আগ্রহ বেড়েছে।
বর্তমানে কুলের দাম বাজারে ভালো হওয়ায় এবং আবাদে অল্প পরিশ্রমে ও কম অর্থ ব্যয় হওয়াতে চাষিরা কুল চাষে আগ্রহী।

ভেড়ামারা উপজেলার কয়েকটি কুলবাগানে গিয়ে দেখা যায় ছোট ছোট গাছে এমন পরিমাণ কুল ধরেছে যাহা দেখে সবাই আনন্দিত এবং কুল চাষিরাও আনন্দিত।
জুনিয়াদহ অঞ্চলের একজন চাষী বলেন, প্রতিটি গাছ থেকে প্রায় ১৫ /২০ কেজি কুল পাওয়া যায়।
তিনি বলেন ,গাছ লাগানোর ৬/৭ মাস পর থেকে ফুল আসে। প্রতি বিঘা জমিতে প্রায় ২৫০ থেকে ৩০০ গাছ লাগানো যায়। তাতে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয় কিন্তু কুল বিক্রয় করতে পারি প্রায় এক লক্ষ টাকার। যার ফলে চাষীদের মুখে হাসি থাকে।

ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের এক চাষী কুল উৎপাদনে লাভবান হয়ে মুখে আনন্দের হাসি হাসি।
ভেড়ামারা উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, এই উপজেলা ধীরে ধীরে বাণিজ্যিক কিসের দিকে এগিয়ে যাচ্ছে। যার ধারাবাহিক কুল, আম, পেয়ারা বাগান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.