শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৩ পরিবহন টিকিট কাউন্টার ব্যবসায়ীকে ৬’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দূরপাল্লার যানবাহনগুলোতে যাত্রীর চাপ অনেকটা বেশি। সেই সুযোগে পরিবহন ও কাউন্টার মালিকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার গত ৪ এপ্রিল বিকেলে পৌরশহরের বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মামুন পরিবহনের কেশবপুরের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আব্দুস সালাম কে দুই হাজার, সৌদিয়া পরিবহনের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে দুই হাজার টাকা ও এইচ আর ট্রাভেলস এর কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত শামীম খান কে দুই হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন কাউন্টারে নির্ধারিত টিকিটের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯, ৪০ ধারা মোতাবেক ৩ টিকিট কাউন্টার ব্যবসায়ীকে ৬’হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।