কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে শিক্ষকের সাথে প্রতারণা: ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের জেল

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে এক প্রধান শিক্ষকের সাথে প্রতারণা করার অপরাধে শামীম আশরাফ (৩০) নামের যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। সে শার্শা উপজেলার বারোপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত ও একাধিক সূত্রে জানা গেছে, যশোর জেলার শার্শা উপজেলার বারোপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে শামীম আশরাফ (৩০) গত ৩ মার্চ সকালে কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সাথে সাক্ষাৎ করার জন্য প্রতিষ্ঠানে যান। ওইসময় প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক রামপ্রসাদ মঙ্গল এর নিকট থেকে প্রধান শিক্ষকের ফোন নম্বর সংগ্রহ করে তিনি চলে আসেন। পরবর্তীতে তিনি গত ৪ মার্চ আনুমানিক ১১:০০ ঘটিকার দিকে প্রধান শিক্ষককে ফোন দিয়ে দেখা করতে চান। কথোপকথনের একপর্যায়ে প্রধান শিক্ষককে বলেন, আমি আঞ্চলিক গোয়েন্দা বিভাগের দায়িত্বে রয়েছি। আমি ঢাকা থেকে এসেছি। আমার কাছে আপনার কিছু ডকুমেন্টস রয়েছে। সেগুলো ইনভেস্টিগেশন করবো, সেজন্য আপনার সাথে আলোচনা করার প্রয়োজন। তবে, আমি আপনার সাথে একা দেখা করতে চাই। সেই সূত্র ধরে গত ৫ মার্চ পুনরায় প্রধান শিক্ষককে ফোন দিলে তিনি ৬ মার্চ কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে তাকে দেখা করতে বলেন।

এরপর প্রধান শিক্ষক বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অবহিত করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে শামীম আশরাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এসে শিক্ষকের সাথে দেখা হলে পুনরায় আঞ্চলিক গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচয় প্রদান করে এবং প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বলে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে সুকৌশলে অনৈতিক সুবিধা চাওয়ার সময় জাতীয় গোয়েন্দা সংস্থা যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ, ডিএসবি, স্থানীয় থানা পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তাকে হাতেনাতে আটক করে। আটক হওয়ার পর শামীম আশরাফ নিজেকে সিএসবি নিউজ এর যশোর জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় প্রদান করলেও তিনি কোন সঠিক তথ্য প্রমাণ দিতে পারেননি। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রতারক শামীম আশরাফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, নিজের পরিচয় গোপন গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে শিক্ষকের সাথে প্রতারণা করার অপরাধে ১৮৬০ সনের ৭০ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে শুক্রবার সকালে যশোর জেলখানায় প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *