কেশবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূ্র্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‍্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো “দুর্যোগের পূর্বাভাস, বাঁচাও প্রাণ ক্ষয়ক্ষতি”।

উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ। 

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম আখতার মুকুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *