কেশবপুরে দলিত জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা ও সুরক্ষায় বিএনপির সাথে দলিত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক০) যশোরের কেশবপুরে দলিত জনগোষ্ঠীর জান, মাল নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) নীতি নির্ধারনী প্রতিনিধিদের সাথে বাংলাদেশ দলিত পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের গরুহাটা সংলগ্ন পরিত্রাণ অফিসের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

মতবিনিময় সভায় বাংলাদেশ দলিত পরিষদের কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা নিরাপদ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, কেশবপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, পৌর যুবদল নেতা হেলাল উদ্দীন বিশ্বাস, বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস, সাংগঠনিক সম্পাদক সদানন্দ মন্ডল।

উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিদ্যমান পরিস্থিতিতে কেশবপুর উপজেলায় বসবাসরত সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে, নির্ভয়ে, নির্বিগ্নে যাতে বসবাস করতে পারে সেজন্য ৩৭টি ঋষি পল্লীর দেড় শতাধিক প্রতিনিধিরা তাদের স্বস্ব এলাকার পরিস্থিতির বিষয়ে জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে অবহিত করেন। দলিত প্রতিনিধিরা যাতে নিরাপত্তায়, সুরক্ষায় এবং কোন ধরনের আশংকা তৈরি না হয়, সে ব্যাপারে জোর দাবি জানান দলিত নেতৃবৃন্দ।

 

দলিত নেতৃবৃন্দদের সকল কথা শুনার পর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকে ধৈর্য্য ধারণ করে সকলে মিলেমিশে থাকতে হবে। এই বাংলাদেশ আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের যেকোন ধরনের সমস্যা মোকাবেলায় সবসময় পাশে থাকবে। আমরা সংখ্যালঘুদের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ন্যায় জাতীয়তাবাদী শক্তির নেতা-কর্মীরা সর্বদা পাশে থাকবে এবং নতুন সমাজ গঠনের কাজ করবে বলে অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, কোন অপশক্তি সংখ্যলঘুদের উপর নির্যাতন, সহিংসতা করলে জাতীয়তাবাদী শক্তি এবং দলীয় নেতৃবৃন্দ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

মতবিনিময় সভায় উপস্থিত দলিত নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে আশ্বস্ত হন।

Leave a Reply

Your email address will not be published.