কেশবপুরে মায়ের উপর অভিমান করে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

শামীম আখতার, (খুলনা) ঃ যশোরের কেশবপুরে অনিক বাইন (২০) নামের এক যুবক মায়ের উপর অভিমান করে বসতঘরের আঁড়ার সহিত গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার (২ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার কালিচরনপুর গ্রামে। সে ওই গ্রামের কমলেশ বাইন এর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কালিচরনপুর গ্রামের কমলেশ বাইন এর ছেলে অনিক বাইন (২০) ঢাকায় বিভিন্ন পেশার কাজকর্ম করতো। সে ঢাকা থেকে গত ২ মার্চ বিকেলে নিজ বাড়ীতে আসে। বাড়িতে আসার পর তার মায়ের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হয়। কথাবার্তার একপর্যায়ে মায়ের উপর অভিমান করে ওইদিন সন্ধ্যা রাতে সকলের অগোচরে বসতঘরের আঁড়ার সহিত গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে দেখতে পায় তাদের ছেলে আঁড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। ওই সময় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাসহ স্থানীয় লোকদের সহায়তায় ঘরের আঁড়া থেকে নিহতের মরদেহ নিচে নামিয়ে সুরতহাল প্রতিবেদন করেন।

 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মায়ের উপর অভিমান করে গলায় রশি পেচিয়ে অনিকের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.