কেশবপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শামীম আখতার, বিভাগ (খুলনা) ঃ কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজনে এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব) এর সহযোগিতায় পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মছিহুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালব (‘গ’ অঞ্চল) এর ডিরেক্টর মোহাম্মদ আরিফ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক (ইংরেজি) এস এম শাহজাহান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক শহীদুল্লাহ, ট্রেজারার নাজমুল হুদা বাবু, ডিরেক্টর এনামুল হকসহ সংগঠনের সদস্যবৃন্দগণ।

Leave a Reply

Your email address will not be published.