কেশবপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় এক বৃদ্ধ গ্রেফতার

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুরে ৭ বছরের দুই শিশু মেয়েকে সুকৌশলে বসতবাড়ির উঠানে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলে যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ুয়া গ্রামে। এ ঘটনায় ওই দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার মামলা নম্বর-৬। গ্রেফতারকৃত আসামি একই গ্রামের মৃত আকিম উদ্দীন বিশ্বাসের ছেলে।

 

থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের আব্দুল হামিদ বিশ্বাস (৬৫) গত ১৪ মার্চ বিকেলে তার বসতবাড়ীর উঠানে টুল পেতে বসেছিলেন। ওইসময় প্রতিবেশী দুই শিশু মেয়ে দোকান থেকে কেক কিনে বাড়ী ফেরার পথে সে তাদের ডাক দেয়। তারা সরলবিশ্বাসে তার কাছে গেলে দুশ্চরিত্র লম্পট আব্দুল হামিদ বিশ্বাস তার যৌনকামনা চরিতার্থ করার উদ্দেশ্যে প্রথম এক মেয়ের বুকসহ তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে একইভাবে অপর মেয়ের বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ও তার পরনের প্যান্ট খুলে তার যৌন নিপীড়ন করে। ঘটনাটি শিশুরা তাৎক্ষণিকভাবে কাউকে কিছু না বললেও পরেরদিন গত ১৫ মার্চ রাতে তাদের মায়ের কাছে জানালে স্থানীয় লোকজনের সহায়তায় লম্পট আব্দুল হামিদ বিশ্বাসকে আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করেন। এমন ন্যাক্কারজনক ঘটনাটি তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৭ বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় আব্দুল হামিদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *