জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি।”
দিবসটি পালন উপলক্ষে সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ স্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয়।
স্হায়ী মঞ্চে আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রানীসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল, সমবায় কর্মকর্তা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সুশীল সমাজের নেতাকর্মী, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফায়ার সার্ভিসের তত্তাবধানে আগুন নেভানোর কৌশল শেখানো হয়।