গাবুরাতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভাঅনুষ্ঠিত

তমালিকা মল্লিকঃ  আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায়বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেডফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন লবায়ু সহনশীলফোরামের আয়োজনে চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিতহয়

ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের  সভাপতিত্বে উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সালমা বেগম সহ আরো অনেকে সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয় একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেটবিতরণ, মানববন্ধন, স্মারক লিপি প্রদানস্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথেসম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিনপশ্চিম উপকূলীয় এলাকাজলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণযেখানে ক্রমবর্ধমান হারেপ্রাকৃতিক দুর্যোগ বাড়ছেজলবায়ু পরিবর্তনের ারনে উপকূলে যে সংকটতৈরি হয়েছ নিরসনে আমাদেরকে  নিঃস্বার্থভাবে কাজ করতে হবেসকলে একসাথে মিলে যদি উদ্যোগ গ্রহণ করা যায় তবে আমরা সমস্যাকাটিয়ে উঠতে পারব

সভায় সভাপতি শেখ আমীর হোসেন বলেন লিডার্স সব সময় আমদেরপাশে রয়েছেতিনি আরও বলেন লিডার্সের মাধ্যমে এই এলাকার কৃষি খাতেঅনেক উন্নয়ন ঘটেছে।  এখানকার মানুষ লিডার্স থেকে স্বল্প খরচেধানবীজ, সবজি বীজজৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিকযোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে

উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকুলের সংকটে করণীয় বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা

Leave a Reply

Your email address will not be published.