গোলাপগঞ্জ লক্ষণাবন্দ কাজি পাড়া গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুর কাদিরের দাফন সম্পন্ন !! অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ কাজি পাড়া (কাজি বাড়ি) নিবাসী মরহুম মৌলভী কাজি ওয়াছিফ আলীর  প্রথম পুত্র,  সিলেট দায়রা ও জজ আদালতের (অবসরপ্রাপ্ত সেরেস্তাদার)  মোহাম্মদ আব্দুল কাদির (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে।

৩০ মার্চ (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর দুপুর ২ঃ০০ ঘটিকার সময়, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানা যার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম আব্দুল কাদির, ২৯ মার্চ (বুধবার) সন্ধ্যা ৬ঃ১০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম আব্দুল কাদির সিলেট- ৬ আসন (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) জাতীয় জনতা পার্টির সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট্য রাজনীতিবিদ কাজি আব্দুল মুনিম এর বড় ভাই ও বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন এর চাচা। মৃত্যুকালে ২ ছেলে ৩ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেক্লাবের সভাপতি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক  ও অন টিভি নিউজের বাংলাদেশ প্রতিনিধি আবুল কাশেম রুমন ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন জানান এবং স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

আরও গভীর শোক প্রকাশ করেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসসক্লাবের সিনিয়র সহ সভাপতি (পানকৌড়ি নিউজের) সিলেট জেলা প্রতিনিধি- রুহুল ইসলাম মিঠু, সহ সভাপতি, (একুশে সংবাদ ডটকম) সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মো. আমিন রশীদ ফোহাদ ও হবিগঞ্জ জেলার (নবীগঞ্জ দর্পন ডটকম) এর সম্পাদক সিনিয়র সহ সভাপতি-এম. গৌছুজ্জামান চৌধুরীকে, যুগ্ম সম্পাদক সম্পাদক (সিলেট স্বপ্নীল ডটকম) এর সম্পাদক-আর. কে দাস চয়ন, সাংগঠনিক সম্পাদক (বায়ান্ন টেলিভিশন) এর ভারপ্রাপ্ত   চেয়ারম্যান- নূরুদ্দীন রাসেল, দপ্তর ও অর্থ সম্পাদক (বিএমসিলেট ডটকম) এর সিনিয়র স্টাফ রিপোর্টার-কামাল আহমদ, ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক (আমাদের কথা ডটকম) স্টাফ রিপোর্টার- হাফিজুল ইসলাম লস্কর,(সুরমা ভয়েস ২৪ ডটকম) এর স্টাফ রিপোর্টার-জনি শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, (ড্রিম সিলেট ডটকম) বালাগঞ্জ প্রনিতিনিধি- তারেক আহমদ ও (সিলেট ২৪ এক্সপ্রেস ডটকম) এর স্টাফ রিপোর্টার- ইসমাঈল আলী টিপু) সহ কার্য নির্বাহী সদস্যরা ।

এছাড়া শোক প্রকাশ করেন, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়াম্যান খলকুর রহমান খলকু, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের নেতা ডা. হাবিবুর রহমান, ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বী চৌধুরী, রাগীব আলী হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ বিল্লা, দক্ষিণ ভাগ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহানুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, পুরকায়স্থ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী রেকল আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.