জয়পুরহাটে সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির সাব রেজিস্ট্রি অফিসে টাকা নিয়ে ভূয়া দলিল এবং দলিল লেখকদের অতিরিক্ত টাকা আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে পাঁচবিবি সাব রেজিস্ট্রার অফিসে এই কর্মসূচী পালন করা হয়েছে।
এসময় শিক্ষার্থীরা পাঁচবিবির ভারপ্রাপ্ত সাব রেজিস্টার এসএম কামরুল হোসেন ও দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কয়েক ঘন্টা এজলাসে অবরুদ্ধ করে রাখে। বিক্ষুদ্ধ আন্দোলন কারীদের সাথে প্রচন্ড বাকবিতন্ডা হয় তাদের।
পরে এজলাসের বাইরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মূখ্য সংগঠক এহসান নাহিদ, যুগ্ম আহবায়ক আল আমিন ফকিরসহ স্থানীয় ছাত্র প্রতিনিধি ও ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *