জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজন কৃষি বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ঝুঁকি বেড়েছে উপকূলের মানুষের।এখানে লবণাক্তার পরিমানও দিন দিন বাড়ছে। লবণাক্তার কারনেকৃষি ফসলও হুমকির মুখে। এখানে কৃষি অভিযোজন কৌশল কাজেলাগিয়ে কৃষকরা কিছুটা সফল হয়েছে। সেই লক্ষ্যে সিসিডিবি স্টেপঅ্যান্ড বিল্ডইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

আজ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১০:০০ টায় সিসিডিবি এরমুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরউপজেলার উপসহকারী কৃষি কর্মকর্র্তা মোঃ জামাল হোসেন। উক্তপ্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এমমনোয়ার হোসেন, সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসারআবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ডঅর্গানাইজারগণ প্রমূখ।

প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায়কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ পোকাদমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। ২য় ব্যাচে প্রশিক্ষণশেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের নং ওয়ার্ড এর ২০ জনকৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.