জলবায়ু পরিবর্তনের ফলে বিপর্যস্ত কয়রার উপকূলবাসী

তমালিকা প্রতিবেদক ঃ  বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশবাংলাদেশের ভৌগলিক অবস্থানইএকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে সংকটাপন্ন শীর্ষ ১০ টি দেশেরমধ্যে ১টি করে তুলেছেবাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয়এলাকা এর মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্নউপকূলীয় এলাকার এইসংকট নিরসনে সবাইকে সম্মিলিতভাবে জরুরী পদক্ষেপ গ্রহণ করারদাবি জানিয়েছেন কয়রা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা

আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ বুধবার সকাল ১১.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগতায় কয়রা উপজেলার সুন্দরবনমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় লিডার্সের সিনিয়র ফিল্ড ফ‍্যাসিলিটেটর সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত সভা শুরু হয়এই অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ফোরামের সম্পাদক-জনাব মোঃ হুমায়ূন কবির,যুগ্ম সম্পাদক জনাব হারুন অর রশিদ,সুজিত রায়,কয়রা সদর ইউনিয়নের বিএনপি সভাপতি জনাব মোঃ এইচ এম শাহাবুদ্দিন সহ আরো অনেকে সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষককর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়

উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যেজলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জবাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ জলবায়ু পরিবর্তনের ফলে এখন অসময়েঅতিবৃষ্টি সংঘটিত হয়েছেএই অতিবৃষ্টির ফলে কয়রাতে বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম তলিয়ে গিয়েছেঅসময়ের এই বন্যার কারণে আমন মৌসুমেরফসল সহ সকল চাষাবাদের জমি এবং মাছের ঘের তলিয়ে গিয়েছেযাতে এই কয়রা উপকূলের মানুষের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছেএই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা অথবা উপকূলীয় বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ করে সকলের জরুরী ভিত্তিতে উদ্যোগ নেয়া দরকার

এছাড়াসভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামীমাসের জন্যকিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়সভায় আলোচিত পরিকল্পনাসমূহউপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলেফোরামের প্রত্যাশা

Leave a Reply

Your email address will not be published.