জয়পুরহাটের ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের  অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু মৃত্যু হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর সমত পাড়া গ্রামে সুজাউল ইসলামের মেয়ে।
 পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় যে, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সুবর্ণা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন।
 পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।এবং নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.