মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূকে (৩৭) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে আক্কেলপুর উপজেলার কাশিড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করলে আজ শনিবার ভোরে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (৩৩), ফারুক হোসেন (৪০) ও একরামুল হক (৪২)। তারা আক্কেলপুর উপজেলার বাসিন্দা। ওই গৃহবধূও একই উপজেলার বাসিন্দা
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আক্কেলপুরের এক গৃহবধূ বিদেশে যাওয়ার জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ভর্তি হন। সেখানে অন্য প্রশিক্ষনার্থীর সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। গত ৫ ফেব্রুয়ারি আসামি রুবেল হোসেন ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। তাকে মোহাম্মদপুকুরে নিয়ে যায়। ওই গৃহবধূ সেখানে তাকে নেওয়ার কারণ জানতে চাইলে কথা বলতে নিষেধ করা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। রুবেল তার বন্ধু ফারুক ও একরামুলকে ডেকে নিয়ে তারা ওইদিন রাত ৯টার দিকে মোহাম্মদপুকুর থেকে শান্তিরমোড় হতে কাশিড়াগামী সড়কে পাশের একটি গভীর নলকূপের ঘরে যায়।সেখানে তারা ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই গৃহবধূ অচেতন হলে তারা তাকে ফেলে পালিয়ে যায়। সকালে ওই গৃহবধূর জ্ঞান ফিরলে তিনি সেখানে থেকে বেরিয়ে সড়কে একটি গাড়ি ধরে টিটিসিতে যায়। এরপর গৃহবধূ টিটিসি থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য মুঠোফোনে তার স্বামীকে জানান। বাসায় যাওয়ার পথে গৃহবধূ তার স্বামীকে ঘটনাটি খুলে বলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গৃহবধূকে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ শনিবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিদের আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।