জয়পুরহাটে ছাত্রদল কর্মী মেহেদী হত্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে আসামী করে মামলা

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে আনন্দ মিছিলে মেহেদী হাসান(২৫)নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে আরও ১টি হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার(২০আগস্ট)দুপুরে নিহত মেহেদীর স্ত্রী জেসমিন আকতার সৃস্টি বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করতে সদর থানাকে নির্দেশ দেন।
বিষয়টি বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির নিশ্চিত করে বলেন,শেখ হাসিনা,ওবায়দুল কাদের,জয়পুরহাটের দু’জন সাবেক এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন,এ্যাডভোকেট সামছুল আলম দুদু সহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে জয়পুরহাটে আনন্দ মিছিলে সাধারণ জনগণের সমগমে জনসমুদ্রে পরিণত হয়।রাতে গুলিতে মেহেদী হাসান(২৫)নিহত হন। তিনি জয়পুরহাট পৌর এলাকার শেখ পাড়া মহল্লার মৃত আলতাফ শেখের  ছেলে।মেহেদী হাসান ছাত্রদল কর্মী ও অটোরিকসা চালক ছিলেন। ঘটনার ১৬ দিন পর মঙ্গলবার(২০ আগস্ট)নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আকতার সৃস্টি  বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা করেন।
এর আগে ৪ আগস্ট  বৈষমী বিরোধী আন্দোলনে পাঁচবিবির শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল গুলিতে নিহত হয়। এ ঘটনায়(১৮আগস্ট)নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাট আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন,মামলার কপি থানায় এখনো পৌছেনি। কপি পেলে নেওয়া হবে ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published.