ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার এবং অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১২ জন নিহত

জাহিদ মুন্সি, কালের সংবাদ প্রতিনিধি: ঝালকাঠি গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও প্রাইভেটকার নিয়ে খাদে পড়ে যায়। বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এই ত্রিমুখী সংঘর্ষে নারী, শিশুসহ ১‌২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৭ এপ্রিল) গাবখান সেতুর টোলপ্লাজায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল ১২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্হানীয়রা জানান, দুপুর দুইটার দিকে রাজাপুর থেকে বরিশালের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। গাবখান সেতু থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় অবস্থানরত একটি প্রাইভেটকার ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে। এতে ট্রাকের ক্ষতি কম হলেও প্রাইভেটকার ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। এসময় রক্তাক্ত অনেকগুলো মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.