ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : কক্সবাজার জেলার টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ‘খ’ এবং ৯ম শ্রেণিতে ‘খ’ সর্বমোট ০২টি অতিরিক্ত শ্রেণি শাখা খোলার অনুমতি প্রদান করা হয়েছে।
সোমবার ১৩/০১/২০২৫ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক এ অনুমতি প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০২৪ ইং তারিখের নির্দেশনার আলোকে অতিরিক্ত শ্রেণি শাখার ক্ষেত্রে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন ভাতাদি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে প্রদানের শর্তে অতিরিক্ত ০২টি শ্রেণি শাখা খোলার অনুমতি প্রদান করা হয়।