ডিজাইনটেক্স ফ্যাশনস লি: এর শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ কর্মসূচি

মো: মাইদুল ইসলাম, ঢাকা প্রতিনিধি: ডিজাইনটেক্স ফ্যাশনস লিমিটেড, আশুলিয়া ঢাকা কোম্পানির সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে উত্তরা, বি জি এম ই এ ভবনের সামনে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে যে গত ৪ তারিখে তারা অফিসের সকল কার্যক্রম শেষে বাসায় যায়, পরের দিন ৫ তারিখে যখন অফিসে কাজ করার জন্য আসে তখন ফ্যাক্টরির কর্তৃপক্ষ তাদেরকে ভিতরে ঢুকতে বাধা দেয়।

এ অবস্থায় কোম্পানিতে ১৫ বছর ধরে একজন কর্মী কাজ করে যাচ্ছেন তিনি জানান তাদেরকে এইভাবে বিভিন্ন কারণে ঈদের আগে বেতন না দেওয়ায় বোনাস না দেওয়ায় পরিবার নিয়ে চলা খুবই কঠিন হয়ে যাবে এদিকে বাসা ভাড়া তাদের বাকি আছে অনেক কর্মচারী কর্মকর্তা জানায় গত ছয় মাস থেকে তাদের ওভারটাইম এর টাকা প্রদান করছে না কোম্পানি।

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে বলেন মালিকপক্ষের মোহাম্মদ রফিকুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর অনেক ভালো মানুষ উনি টাকা পরিশোধ করতে চান কিন্তু জাহাঙ্গীর আলম ডাইরেক্টর উনি দ্বিমত পোষণ করেন বলেই তারা টাকা পাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published.