দিনাজপুর চিরিরবন্দরে বাংলাদেশ প্রেসক্লাবের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাব নতুন ১৯ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন,বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর চিরিরবন্দর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ফেব্রুয়ারি) সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব চিরিরবন্দর উপজেলা শাখার অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে আবুল কালাম আজাদকে সভাপতি এবং মির্জা ওবায়দুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক,আমন্ত্রিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা,চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত প্রমুখ।বাংলাদেশ প্রেসক্লাব চিরিরবন্দর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ফরিদ খান।বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক এনামুল হক স্বাধীন এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী,কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল হালিম মন্ডল,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ হাসান ইমাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মিত্র,দিনাজপুর জেলা শাখার প্রচার প্রকাশনা সম্পাদক এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

বীরামপুর উপজেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ,রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা ও বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব দিনাজপুর জেলা শাখার সভাপতি যাদব চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published.