পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি : দুর্গাপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার এই কমিটি গঠিত হয়। আগামী দুই বছর নব নির্বাচিত এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটিতে মোহাম্মদ জহিরুল ইসলামকে সভাপতি ও মো: মোশারফ হোসেন শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সঞ্জীব দাস,সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ রাজু,কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম শফিক এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ রুবেল মিয়া।
নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন,আমাদের প্রাণের সংগঠন দুর্গাপুর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতির মাধ্যমে মানুষ যেন উপকৃত হয় সেই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এলাকার রোগী ও সেবাগ্রহীতারা যেন সহজে এবং কম খরচে সর্বোত্তম সেবা পেতে পারে আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকবো। আমরা চমৎকার কাজের মাধ্যমে সংগঠনটিকে আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে চাই।