দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা মুসলিম নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করে মানববন্ধন করেছে মুসল্লি নাগরিকগণ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ ঘটিকা থেকে ঘন্টা ব্যাপি মুক্তির মোড় শহীদ মিনারের সামনে একত্রিত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, পবিত্র শানে মানহানি করলে শরঙ্গ শাস্তি নিশ্চিতকরণ, পাঠ্যক্রমে ইসলামের জীবন বৃত্তান্ত বাস্তবায়ন করা, সংবিধান পবিত্র কুরআনের আলোকে পরিচালনা করা, দ্রব্যমূল্য ও চিকিৎসা খাতের ঊর্ধ্বগতি হ্যাস করা, পাহাড়ে উপজাতিদের পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র বন্ধ করা, হিন্দুত্ববাদী ভারতসহ বিদেশীদের রাষ্ট্র তোষন বন্ধ করা, ভারতসহ বিশ্বের যে কোন দেশে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা এবং মুসলমানদের বাক স্বাধীনতা হরণ না করাসহ সরকারের বিভিন্ন সমালোচনা করে বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে জেলার মহাদেবপুর মাছ চত্বর চৌরাস্তা মোড়ে আগামী ২৪ অক্টোবর সকাল ১০ টায় আবারও মানববন্ধনের ঘোষণা দিয়ে উক্ত কর্মসূচিতে সকল মুসলিমদের একত্রিত হওয়ার জন্য আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published.