ফজলে রাব্বি হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি: সাহিত্যের সঙ্গে আড্ডা চিরাচরিত। আর তা যদি হয় স্বয়ং সাহিত্য কর্ম সৃষ্টির স্রষ্টা তথা কবির সাথে তবে সেই আড্ডা হয়ে ওঠে আরও গুরুত্ববহ।
চর্যাপদের উর্বরভূমিখ্যাত নওগাঁয় কবির সাথে আড্ডা ও কাব্যগ্রন্থ “শূন্যতার প্রদাহে দীর্ঘ সময়” প্রকাশের জন্য কবি-সম্পাদক অনিন্দ্য তুহিনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে দুবলহাটি রাজপ্রাসাদের উঠানে নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজন করে।
আড্ডায় নওগাঁ সাহিত্য পরিষদের উপদেষ্টা কথাশিল্পী টগর মেহেদীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরেন্দ্রভূমি গবেষক ও কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ।
কবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন কথাশিল্পী ও চারুবর্তি সম্পাদক হাবিব রতন। আড্ডায় কবির কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন বাচিকশিল্পী রোকেয়া সাকিলা, আসলাম হোসাইন, মোহাম্মদ নাসির, আবরার ইফাজসহ প্রমূখ।
উল্লেখ্য, কবি অনিন্দ্য তুহিন নওগাঁ জেলার চকপ্রসাদ গ্রামে ১১ জানুয়ারি ১৯৮৭ সালে মাতুলালয়ে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক নিবাস রামজীবনপুরে। তিনি লিটলম্যাগ ‘সলক’ এবং যৌথভাবে ‘ত্রিমাত্রা’ ও ‘গলুই’ সম্পাদনা করেন।
পরে কবির প্রথম কাব্যগ্রন্থ “শূন্যতার প্রদাহে দীর্ঘ সময়” প্রকাশের জন্য সংগঠনের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।