নওগাঁয় রবি-গ্রীষ্মকালিন মৌসুম প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্বোধন

ফজলে রাব্বি হাসান, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে নওগাঁ সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,শাহনাজ আক্তার নাইছ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার দিয়ে উদ্বোধন করেন।

নওগাঁ সদর উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুম গম, সরিষা, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ১৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.