নওগাঁয় শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ফজলে রাব্বি হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি : গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস আজ। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি উদযাপন করে বাঙ্গালী জাতি। সারা দেশের মতো নওগাঁতেও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুলো।

দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচির প্রথমেই সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠবে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। এছাড়া দিনব্যাপী শহীদের স্মরণে রয়েছে নানা কর্মসূচি।

দিনব্যাপী একই কর্মসূচির মধ্যদিয়ে জেলার ১১টি উপজেলায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। এবারই প্রথম প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা। স্টল স্থাপনের মাধ্যমে বিজয় মেলায় স্ব স্ব উপজেলার ইতিহাস ও ঐতিহ্য গুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরা হবে এবং মেলায় বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরতে যাত্রাপালাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.