নওগাঁর পত্নীতলায় পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – “সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ” এই শ্লোগানকে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) পত্নীতলার আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-স্টেকহোল্ডার উদ্যোগ (এমআইপিএস) শীর্ষক সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট পত্নীতলা অফিস হল রুমে উক্ত সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, নজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অশ্বিনী কুমার বর্ম্মন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল, উপজেলা জাতীয় পার্টির সাঃসম্পাদক আজগর আলী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, খাদিজাতুল কোবরা মুক্তা, আজাদ রহমান, মনিবুর রহমান চৌধুরী, আদিবাসি নেতা নরেন পাহান, সাংবাদিক মিজানুর রহমান, আব্দুল মতিন খোন্দকার, পরেশ টুডু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সমন্বয়ক মিজানুর রহমান, নওগাঁ জেলা সমন্বয়ক আছির উদ্দীন, সু-কোমল, পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সদস্যবৃন্দ, সুধীজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.