নওগাঁয় ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁয় মহাসড়কের পাশের ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বাগাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ডোবাতে এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানান স্থানিয়রা। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে দুপুর পনে ১২ টারদিকে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন।  নিহত যুবক হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের ছালেক মন্ডলের বাক প্রতিবন্ধী ছেলে সাজ্জাদ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিনগত রাতে বাগাচারা মোড়ে রাত ১০ টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলছিল নিহত যুবক সহ আরো ৪/৫ জন। ক্যারাম বোর্ড খেলার এক পর্যায়ে সেখান থেকে যে যার মতো বাড়িতে গেলেও নিহত যুবক রাতে বাড়িতে যায়নি। শুক্রবার সকাল সারে ৮ টার দিকে বাগাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশের একটি ডোবাতে যুবকের মৃতদেহ পরে থাকতে দেখতে পান স্থানীয়রা। এর পর ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে  নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের পরিচয় শনাক্ত সহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
ডোবা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি দূর্ঘটনা তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারন জানা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.