নওগাঁয় প্রাকৃতিক কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ  নওগাঁয় প্রাকৃতিক কৃষি বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে নওগাঁ সদর উপজেলার ফুড প্যালেস রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর এ এম এম মামুন, জননী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুল নবী বেলাল প্রমুখ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে কৃষি উপকরণ হিসেবে সবজি বীজ, কোদাল, গামছা তুলে দেন। প্রশিক্ষণে ৩০ জন কৃষক, কৃষাণী অংশগ্রহণ করেন। প্রাকৃতিক চাষ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং তারা নওগাঁয় বিষমুক্ত সবজি উপহার করার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published.