নওগাঁয় বিশ্ব ভালোবাসা দিবসে ৩৬ টি প্রেম ঘটিত মামলার শুনানি অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ভালোবাসা দিবসে ৩৬ টি প্রেম -ভালোবাসা মামলার ৩৬টি শুনানি।
বিশ্ব ভালোবাসা দিবসে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ও শিশু আদালত-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার তার আদালতে প্রেম, ভালোবাসা, ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে এমন ৩৬ টি মামলার শুনানি’র জন্য দিন ধার্য করেন। ৩৬ টি মামলায় প্রেম-ঘটিত।
১৪ ফেব্রুয়ারি বুধবার শুনানির জন্য ধার্য করা মামলার মধ্যে রয়েছে প্রেম সম্পর্ক অটুট রাখতে পালিয়ে বিয়ে, অসম প্রেম, প্রেমের টানে প্রেমিক-প্রেমিকা পলাতক এমন ঘটনার  ওপর মামলা ইত্যাদি।
ভালোবাসা কেবল প্রেমিক আর প্রেমিকা’র জন্য নয়। ভালোবাসা মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও হতে পারে ভালোবাসা। এই বার্তা দিতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে ভিন্ন এক মাত্রায় আদালত বসেছে। ট্রাইব্যুনালে প্রেম, ভালোবাসা সম্পর্কে জড়ানো ঘটনা থেকে অভিভাবকদের অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাগুলো আজ শুনানির জন্য রাখা হয়। বিচারক সংশ্লিষ্টদের পড়াশুনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published.