নওগাঁয় ১৭টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল পুলিশ

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :  বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর কলেন পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম উদ্ধারকৃত ১৭টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে বলেন এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.