নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৩ জনের কারাদণ্ড। বন্য প্রাণী ঘড়িয়াল পাচারের দায়ে ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০,০০০ (বিশ হাজার) টাকা করে মোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ মে নড়াইলের কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফরিন জাহান এই রায় দেন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই(নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ যোগানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘড়িয়াল(আঞ্চলিক নাম রামগতি) সহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামের মোঃ মুজিবের খানের ছেলে মোঃ বিটু খান(৪৬) ও দক্ষিণ যোগানিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ মাবু শেখ(৩০) এবং গোপালগঞ্জ সদর থানার ছোটফা গ্রামের মোঃ কবীর মুন্সীর ছেলে মোঃ নাছিম (৩৫)। পুলিশ সুপার নির্দেশনায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published.