মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নবাগত ওসি শাহিন রেজাকে ফুল দিয়ে বরণ করলেন সাংবাদিক নেতারা। এ’সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,সিনিয়র সাংবাদিক বরুন মজুমদার,যুগান্তরের প্রতিনিধি আয়নুল ইসলাম। শনিবার(১লা মার্চ) দুপুরে ওই সাংবাদিক নেতারা মাদককারবারী,মাদকসেবী,সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড বন্ধ করে এলাকার শান্তি ফিরে আনা আহবান জানান।
এর আগে তিনি নওগাঁয় সততার সহিত ডিএসবির ওসির দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর দক্ষতা ও সততায় পদোন্নতি পেয়ে পোরশা থানায় তিনি প্রথম ওসির দায়িত্বে নিয়োজিত হন। উল্লেখ্য তাঁর বদলি আদেশ বাতিলের দাবিতে পোরশা থানার সুশীল সমাজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থানার মোড়ে মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ওসি শাহিন রেজা দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, গুম, খুন ও চাঁদাবাজি বন্ধ হওয়ায় সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারছে। তাই তার বদলি আদেশ প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা।