হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি নিউইয়র্কঃ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভেট সিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবয়েছে শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত রবিবার.২০ অক্টোবর ২০২৪ সন্ধ্যা সাড়ে ৭টায়। শেখ হাসিনা মঞ্চের’ সভাপতি জালালউদ্দিন জলিলের সভাপত্তিতে ও সাধারন সম্পাদক কায়কোবাদ খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত সমবেশে প্রধান আতিথি ছিলেন ড.প্রদীপ রঞ্জন কর। বিশেষ অতিথ ছিলেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্রের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংঠনিক সম্পাদদক আবদুল হাসিব মামুন , আব্দুর রহীম বাদশা, চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, ত্নির্বাহী সদস্য আশাফ মাসুক, আওয়ামী লীগনেতা আক্তার হোসেন,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার,শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম কলিনস, খসরুল আলম, কফিল চৌধুরী, আওয়ামী লীগনেতা কাজল মাহমুদ, নিউইয়র্ক স্টেইট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপকি নুরুজজামান সরদার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ,সাধারন সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগম সাধারন সম্পাদক রুমান আকতার ।বক্তব্য রাখেন আওয়ামী লীগনেতা সিরাজুল হক কামাল, শেখ হাসিনা মনচের সহ সভাপতি ওয়াদুদ খন্দকার , নিউইয়র্ক ষ্টীট আওয়ামী লীগ ও শেখ হাসিনা মনচের যুগম সাধারন সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ সভাপতি আবুল বাসার মিলন, সহ সভাপতি এম এ জিন্নাত , শেখ হাসিনা মন্ত্রের যুগম সম্পাদক টিএম রুহুল আমিন, শহিদুল ইসলাম ও সাংবাদিক সোহেল চৌধুরী প্রমুখ।ইউনূসের পদত্যাগের দাবিতে সমাবেশে শতাধিক নিউইয়র্ক বাসী অংশ নিয়ে বলেন দেশের জনগণের মুখে একই কথা অবৈধ ইউনূস দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ! দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে । শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ। আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে । মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই। এমতাবস্থায়, ড. ইউনূসের পদত্যাগের মধ্য দিয়ে সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে এনে শান্তি ফিরে আনার একমাত্র উপায় বলে জনগণের বিশ্বাস। তাই আমরা বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্ক থেকে সংগঠনের পক্ষে আনুষ্ঠানিক ভাবে খুনি সুদখোর ইউনূসের পদত্যাগের দাবি ঘোষণা করেছেন বিক্ষোভ সমাবেশে।
বিক্ষোভকারীগন দেশ বাঁচাতে “এখনই দরকার শেখ হাসিনার সরকার” এমন দাবী করেছেন বিক্ষোবে আগতরা ।২০ অক্টোবর ২০২৪,রবিবার নিউইয়র্কের হাইটসে ডাইভেট সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতা কর্মীরসহ অনেকেই উপস্থিত ছিলেন ।