নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধির প্রতিবাদে !

সানাউল হক (বাউফল-পটুয়াখালী) চালের মৌসুমেও চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার বি এন পির নেতা  রায়হান জব্বার  আন্দোলনর ডাক এ পটুয়াখালী জেলার বাউফল থানার  কালিশুরী ইউনিয়ন এ গণ আন্দোলন  ।
উক্ত আন্দোলন এ রায়হান জব্বার  বলেন, “করোনা মাহামারিতে দেশে বেকরত্ব বেড়েছে। নিম্ন ও মধ্যেবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। তার উপর আবার দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি মরার ওপর খড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে।সরকারকে চাল আমদানি বন্ধ করে দেশে বিদ্যমান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্য বৃদ্ধি স্থায়ি ভাবে সমাধান করতে হবে।
 চাল তেল সহ নানান দ্রব্যর দাম অব্যাহত বৃদ্ধি পেতে থাকলে এর সাথে সম্পর্কিত অন্য দ্রব্যর দামও বৃদ্ধি পেতে থাকবে। অবিলম্বে কর্মসংস্থানে নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। জনগনের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দ্রব্যর অগ্নিমূল্য নমনীয় করতে।

Leave a Reply

Your email address will not be published.