নিয়ামতপুরে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ম-আয়ের মানুষ

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে টানা তিনদিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিন্ম-আয়ের খেটে খাওয়া মানুষ। টানা বৃষ্টিতে রোজগার কমে আসায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যথেষ্ট সঞ্চয় না থাকায় নিত্যদিনের পণ্য ও এনজিও কিস্তির টাকা সংগ্রহ নিয়ে চিন্তার বোঝা তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে।
সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে খেটে খাওয়া মানুষ বৃষ্টি উপেক্ষা করে কাজের তাগিদে ছুটে চলেছে। কৃষিকাজের শ্রমিকদের কাজ থেমে গেছে। বৃষ্টিতে থেমে নেই ভ্যান ও অটোরিকশা। ভ্যানে পলিথিন টাঙ্গিয়ে ছুটে চলেছেন বিভিন্ন স্হানে।
ভ্যান চালক লগেন প্রতিনিধিকে বলেন, ভ্যান না চালালে বসে খাওয়ার সুযোগ নেই। পরিবার ও এনজিও কিস্তি থেমে থাকবে না। ইচ্ছে না থাকলেও বৃষ্টি উপেক্ষা করেই রোজগার করতে হবে।
উপজেলা সদরে পেয়ারা বিক্রেতা মান্নান বলেন, আজ সোমবার হাটের দিন। গত দুদিন ভালো ব্যবসা হয়নি। আজ একটু ভালো ব্যবসার আশায় আছি। কিন্তু সকাল থেকেই বৃষ্টি ছাড়ার কোন লক্ষন নেই। বিক্রি বেশি না হলে পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে।
সেলুনের কাজ করেন রতন দাস। তিনি বলেন, টানা বৃষ্টিতে কাজ কমে গেছে কিন্তু খরচ থেমে নেই। খরচের সাথে পাল্লা দিয়ে কুলে উঠতে পারছি না।
এদিকে বৃষ্টির পানি উপেক্ষা করেই কাঁচাবাজারে কেনাবেচা করছেন ক্রেতা-বিক্রেতা। ক্রেতারা টানা বৃষ্টিতে কোন রকমে বাজার সেরে দ্রুত বাড়ি ফিরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *