নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : খাদ্যের ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলা। আমনের ভরা মৌসুমেও হঠাৎ করে বাড়ে চালের দাম। এতে করে চরম ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া নিম্ম আয়ের সাধারণ মানুষ। নড়েচড়ে বসে সরকার। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান শুরু করে উপজেলা প্রশাসন।
অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে আজও অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা বাজারে বিকেলে জাহাঙ্গীর শেখকে ৮০ হাজার ও সন্ধ্যায় নিমদীঘি বাজারে রুহুল আমিনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস।
ইউএনও(ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম কুমার দাস বলেন, অবৈধভাবে ধান ও চাল মজুদের সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আজ দু’জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে ধান বিক্রি করতে বলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, গোয়েন্দা সংস্থার সদস্য ও থানা পুলিশের সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published.