নড়াইলে অনলাইন সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবক – সৌরভ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইল জেলার সদর উপজেলার আলাদাতপুর গ্রামের মোঃ আশরাফুল খানের ছেলে  মো: আশিকুর রহমান সৌরভ। বিজ্ঞান ও তথ‍্য প্রযুক্তির প্রতি ভালোবাসা থাকায় নবম শ্রেনীতে পড়া অবস্থায় কাজ শুরু করেন তথ‍্য প্রযুক্তি নিয়ে। তারই ধারাবাহিকতায় গড়ে তুলেছেন সাইবার সেইফটি অর্গানাইজেশন  নামে একটি সামাজিক সংগঠনও। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সৌরভ দশম শ্রেণীতে পড়া অবস্থায় সে এবং তার সহযোগীরা মিলে শুরু করেন মোবাইল অ‍্যাপ তৈরির কাজ। উদ্ভাবন করেন বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক অ‍্যাপ। অনলাইন প্রতারণা ও বিভিন্ন সমস্যা সমাধানে তৈরী করেছেন “ঠকে গেলেন ?” নামক মোবাইল অ‍্যাপ । তার পাশাপাশি কাজ করছেন শিশু, কিশোর- কিশোরীদের  অনলাইনে নিরাপত্তা নিয়ে। সৌরভ বিভিন্ন স্কুল এবং কলেজে গিয়ে অনলাইন সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকেন।
 এখনো পযর্ন্ত সৌরভ ৩ টি মোবাইল আ‍্যাপ তৈরি করেছেন যে গুলো সমাজ উন্নয়নে কাজ করছে।
এই বিষয়ে সৌরভ বলেন, “নড়াইলে জেলাকে তথ‍্য প্রযুক্তিতে ক্ষেত্রে উন্নত করার জন‍্য কাজ করছি। নড়াইল জেলা নিয়ে অনেক প্লান করেছি আশা করি খুব তাড়াতাড়ি নড়াইল বাসি এর বাস্তব চিত্র দেখতে পারবে”।
এছাড়াও  সৌরভ ৪৩ তম এবং ৪৪ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় ১ম স্থান সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.