পত্নীতলায় ছোলাইমান আলী ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় আলহাজ্ব ছোলাইমান আলী ট্রাস্ট এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোষনগর ইউনিয়নের চন্ডিপুরে গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৩শ ২০ পিস কম্বল ও চাদর এবং সৌদি খেজুর বিতরণ করা হয়েছে।
মাস্টার আলহাজ্ব মোঃ ইমামুল মুত্তাকিনের সার্বিক তত্বাবধানে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকছেদুল হক সিঁরি, মরহুম আলহাজ্ব ছোলাইমান আলী ট্রাস্টের ৪ সন্তান মাও. আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বুলবুল, মাও. আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, মাও. আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.