তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র রমজান মাসে গরুর মাংস, ডিম সহ নিত্য পণ্যের উধ্র্গতির বাজার মোকাবেলা ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারীভাবে নওগাঁর সাপাহারে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনা ও তত্বাবধানে সাপাহার উপজেলা প্রশাসন এ বিশেষ উদ্যোগ গ্রহণ করে। পবিত্র রমজান মাসে সাধারণ মুসল্লিগন যাতে ন্যায্য মূল্যে গরুর মাংস ও ডিম ক্রয় করতে পারে সে জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ শুক্রবার সকালে একটি ষাঁড় গরু জবাই করে ন্যায্য মূল্যে বিক্রি করেন। এসময় উপজেলা প্রাণীসম্পদ অফিসার গোলাম রাব্বানী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার সেলিম আহমেদ উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন যে, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে সুলভ ও ন্যায্য মূল্যে গরুর মাংস, ডিম, ছোলা, ডাল,চিনি ও তেল ক্রয় করতে পারে সেজন্য প্রতি শুক্রবার ও মঙ্গলবারে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় একটি করে ষাঁড় গরু জবাই এবং একটি স্থায়ী দোকানের মাধ্যমে ছোলা, ডাল, চিনি ও তেল বিক্রয় করা হবে। বাজারে যেখানে গরুর মাংস প্রতি কেজি ৭২০-৭৫০টাকা দরে বিক্রয় করা হচ্ছে সেখানে আজ শুক্রবার উদ্বোধনী দিনে সুলভ ও ন্যায্য মূল্যের দোকানে প্রতি কেজি গরুর মাংস ৬৫০টাকা দরে বিক্রয় করা হয়েছে ও প্রতি হালি ডিম ৪০টাকা দরে বিক্রি করা হয়েছে।
ন্যায্য মূল্যে এই দোকানে সর্বদা সুস্থ্যসবল গরুর তাজা মাংস বিক্রয় করা হবে এবং একজন ক্রেতা সর্বোচ্চ দেড় কেজি মাংস ক্রয় করতে পারবেন বলেও নির্বাহী অফিসার ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসারের সরকারীভাবে এধরনের উদ্যোগকে উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছেন।