পর্যটকেরা মোটর বাইক করে বগালেক- কেওক্রাডং যাওয়া যাবে না

শৈহ্লাচিং মারমা, রুমা সংবাদদাতা : রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃ্ঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, উপজেলা সহকারী কমিনার মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, উপজেলা পিআও শাহারিয়ার মাহমুদ রন্জু, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রোসহ রুমা থানার ওসি প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা সভায় উপস্থিত সকলে বিস্তারিত আলোচনার পর কেওক্রাডং সড়কর রাস্তাঘাট নির্মান ও ব্রিজ নির্মান কাজ চলমান থাকায মোটরবাইক চলাচল খুব সুবিধা নয় এবং দূর্ঘটনার আশঙ্কা থাকে।

তাই রুমা উপজেলায় আগত পর্যটকেরা মোটরবাইক করে বগালেক ও কেওক্রাডং যাওয়া যাবে না মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।
তবে পর্যটকেরা যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ জেলা সদর াান্দরবান থেকে মোটরবাইক করে রুমা উপজেলায় আসতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published.